শ্রীমঙ্গলে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথিতে বন্যা পরিস্থিতির উন্নতি ও বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা

বিকাশ দাশ বাপ্পন, শ্রীমঙ্গল প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধর্মীয় পূজার্চনা, বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা ও শুভেচ্ছা বিনিময়সহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়েই পালিত হল ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব।

দেশের চলমান বন্যা পরিস্থিতির কারণে বাতিল করা হয়েছে সকল আলোকসজ্জা সাংস্কৃতিক অনুষ্ঠান ও শুভাযাত্রা। অনুষ্ঠান সংক্ষিপ্ত করে বাঁচানোর সকল অর্থ দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানো হচ্ছে।

শ্রীমঙ্গল পূজা উদযাপন পরিষদ এর সভাপতি ডা: হরিপদ রায়ের সভাপতিত্বে এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন শ্রীমঙ্গল পৌরসভার সদ্য সাবেক মেয়র বিএনপি নেতা মহসিন মিয়া মধু।

শ্রীমঙ্গল জন্মাষ্টমী উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক শ্যামল আচার্য্য এর সঞ্চালনায় আরো বক্তব্যদেন অবসর প্রাপ্ত শিক্ষক বেনুধর ভট্টাচার্য্য, শ্রীমঙ্গল পূজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক শ্রীপদ দেব, হিন্দুবৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সিনিয়র সহসভাপতি ডা. সত্যকাম চক্রবর্তী, সাধারণ সম্পাদক সমিরন সরকার প্রমূখ।

পরে অবসর প্রাপ্ত শিক্ষক দ্বীপেন্দ্র ভট্টাচার্য্যের পরিচালনায় দেশের চলমান বন্যা পরিস্থিতির উন্নতি ও বিশ্ব শান্তিকল্পে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা।

শেয়ার করুন