চরফ্যাসনে মেঘনার তীর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

প্রতিকী ছবি

মো:ফাহিম, চরফ্যাসন (ভোলা)প্রতিনিধি:

ভোলার চরফ্যাসনের মেঘনা নদীর তীর থেকে অর্ধগলিত অজ্ঞাত পরিচয়ের যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 সোমবার সকালে আসলামপুর ইউনিয়নের আয়েশা-বাগ গ্রামের মেঘনা নদীর তীরে আটকে থাকা মরদেহটি উদ্ধার করা হয়। খবর পেয়ে চরফ্যাসন থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে দুপুরে ভোলা মর্গে পাঠিয়েছেন।
পুলিশ জানায়, মেঘনা নদীর তীরের ঢালে আটকে থাকা অবস্থায় অজ্ঞাত বস্ত্রহীন অর্ধগলিত একটি মরদেহ আটকে থাকতে দেখে স্থানীয়রা গ্রাম পুলিশকে খবর দেন। ওই এলাকার গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি অর্ধগলিত বস্ত্রহীন থাকায় তার কোন পরিচয় সনাক্ত করা যায়নি। তবে মরদেহটি একটি যুবকের সেটা প্রাথমিক ভাবে জানাগেছে।
চরফ্যাসন থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানান, মরদেহটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য ভোলা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরিচয় ও মৃত্যুর কারন জানা যাবে।
শেয়ার করুন