মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে শ্রীমঙ্গলে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর সকল অনুষ্ঠান নিরাপদে পালন করতে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দিয়েছেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা মো. মহসিন মিয়া মধু।
রোববার রাতে শ্রীমঙ্গল ডাকবাংলোর পাড় এলাকায় মহসিন নিবাসে আয়োজিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে শ্রীমঙ্গল জন্মাষ্টমী উদযাপন পরিষদ, শ্রীমঙ্গল পূজা উদযাপন পরিষদ, হিন্দুবৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সহ সনাতনী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়াও অনুষ্ঠানে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের অনান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময় সভায় সনাতনী নেতৃবৃন্দ বিগত ৫ আগষ্টের পর থেকে শ্রীমঙ্গলের প্রত্যেকটি মন্দির ও সংখ্যালঘুদের বাড়িঘর ও জানমাল রক্ষায় মহসীন মিয়া মধুসহ যারা এগিয়ে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেনে।
এ সময় মহসীন মিয়া মধু শ্রীমঙ্গল উপজেলায় যে সকল দেবস্থলিতে জন্মাষ্টমী উৎসবের আয়োজন হয় তাদেরকে নিরাপদে ও নির্দিধায় তা পালনের আহবান জানান।
শ্রীমঙ্গলে জন্মাষ্টমী উৎসব পালনে সর্বাত্বক সহযোগীতার আশ্বাস বিএনপি নেতা মহসিন মিয়া মধুর
শেয়ার করুন