‘দুষ্টের দমন ও শিষ্টের পালন করতে হবে’ শ্রীমঙ্গলের সাবেক মেয়র মহসিন মিয়া মধু

নিজস্ব প্রতিবেদক:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সদ্য সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহসিন মিয়া মধু বলেছে, সমাজের সকল দুষ্ট লোকদের দমন এবং শিষ্ট লোকদের লালন-পালন করতে হবে৷ রোববার (২৫ আগস্ট) রাতে শ্রীমঙ্গলের ধানসিঁড়ি আবাসিক এলাকায় সাবেক মেয়রের বাসভবনে ‘হিন্দু ধর্মাবলম্বীদের সাথে জন্মাষ্টমী পূর্ব মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন৷ মতবিনিময় সভায় মহসিন মিয়া বলেন, সমাজে দুষ্ট এবং শিষ্ট দুই ধরনের মানুষেরই বসবাস রয়েছে ৷ আমাদের সবসময় দুষ্টদের দমন করতে হবে এবং শিষ্ট অর্থাৎ ভালো মানুষদের সাথে ভালো আচরন করতে হবে৷ কোন ধর্মই আমাদের খারাপ কোন শিক্ষা দেয় না৷ প্রকৃত ধার্মিকরা সবসময় সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করেন৷ আমাদের সবাইকে মিলেমিশে একসাথে স্বদেশ গড়ার কাজে মনোনিবেশ করতে হবে৷ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আমি শ্রীমঙ্গলের সকল সনাতন ধর্মের অনুসারীদের শুভেচ্ছা জানাই পাশাপাশি আপনার নির্বিঘ্নে এবং নিশ্চিতে আপনাদের (উৎসব)পার্বণ পালন করুন, আমি এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় আপনাদের পাশে আছি৷ আপনাদের সাথে নিয়ে সমাজে ঘাপটি মেরে বসে থাকা সকল দুষ্কৃতিকারীদের প্রতি হতে করব। সেখানে অন্যায় দেখবেন সেখানেই প্রতিরোধ গড়ে তুলবেন। সভায় সনাতন ধর্মালম্বী নেতারা তাদের বক্তব্যে বলেন, গত ৫ আগস্ট মহসিন মিয়া মধু যেভাবে আমাদের রক্ষা করেছেন সেজন্য আমরা তার প্রতি চির কৃতজ্ঞ। এছাড়া শ্রীমঙ্গলকে তিনি দীর্ঘদিন থেকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত রেখেছেন। আমরা যারা এই শহরে ব্যবসা-বাণিজ্য ও বসবাস করি আমাদের দিকে কেউ আঙ্গুল তুলতে পারে না, তার কৃতিত্ব মহসিন মিয়া মধুর। বক্তারা মহসিন মিয়া মধুর বিগত দিনের সকল কর্মকাণ্ডের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সামনের দিনে তার পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। মতবিনিময় সভায় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের প্রবীণ শিক্ষক দ্বীপেন্দ্র ভট্টাচার্য,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ডা. হরিপদ রায়, সাধারণ সম্পাদক শ্রীপদ দেব, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য ডা. সত্যকাম চক্রবর্তী,পূজা উদযাপন পরিষদ পৌর শাখার সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশ চৌধুরী ছোটন, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সমীরণ সরকার, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, অধ্যাপক অবিনাশ আচার্য, শিক্ষক জহর তরফদার, অয়ন চৌধুরী পৌর কাউন্সিলর চয়ন রায়, ব্যবসায়ী দেবাশীষ সেন গৌতম, অয়ন চৌধুরী প্রমুখ। এছাড়াও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা ও পৌর শাখা এবং বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠনের দুই শতাধিক নেতাকর্মীরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন৷

শেয়ার করুন