পিএফজি ও দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্য ও নগদ অর্থ বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) শ্রীমঙ্গল ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কামাচাক ইউনিনের ৪নং ওয়ার্ডের পশ্চিম কালাইকোনা ও টেংরা ইউনিনের ৮নং ওয়ার্ড একামধু এলাকায় বন্যাদুর্গদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা। এ সময় উপস্থিত ছিলেন কামারচাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল হক সেলিম, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কেন্দ্রীয় কো-অর্ডিনেটর সৈয়দ নজরুল ইসলাম, সিলেট বিভাগীয় ফিল্ড কো-অর্ডিনেটর আকলিমা চৌধুরী,পিস ফ্যাসিলিটেটর গ্রæপ (পিএফজি) শ্রীমঙ্গল এর কোঅর্ডিনেটর সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ, সদস্য মোহাম্মদ আনহারুল ইসলাম, মোহাম্মদ ছয়ফুল রহমান, পিস ইয়ুথ অ্যাম্বাসেডর গ্রæপের কো-অর্ডিনেটর কাজী নাফিজ, শিক্ষার্থী শিহাব আহমদ, টেংরা ইউনিয়নের একামধু ওয়েল ফেয়ার সোসাইটি’র সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মোহাম্মদ ইয়াকুব আলী, সহ সাধারণ সম্পাদক অলিউর রহমান শাওন ও সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ প্রমুখ। খাদ্যসামগ্রীর প্যাকেটে চাল, মসুর ডাল, সোয়াবিন তেল, লবণ, চিনি, আটা, লাইফবয় সাবান, খাবার সেলাইন এবং নগদ টাকা বিতরণ করা হয়।

 

শেয়ার করুন