চরফ্যাসনে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির কমিটি গঠন

চরফ্যাসন(ভোলা)প্রতিনিধি:

ভোলার চরফ্যাসনে বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছে। বুধাবার বিকালে মো. সিরাজ উদ্দিন মাসুমকে সভাপতি ও মো. জাকির হোসেনকে সিনিয়র সহ-সভাপতি,মোহাম্মদ জহির রায়হানকে সাধারন সম্পাদক ও মো, মোস্তফা মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়। আজ বৃহস্পতিবার সভাপতি ও সম্পাদকের স্বাক্ষরিত পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

চরফ্যাসন মডেল মাধ্যমিক বিদ্যালয়ে সাবেক সহকারী শিক্ষক আবুল কালাম পলোয়ানের সভাপত্বিতে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন, জাহানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানজুরুর রহমান, নাজিউর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির হাওলাদার, চর মোতাহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, কাজী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরনবী শিশির, দুলারহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াছমিন, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পলাশ চন্দ্র দাস, ওসমানগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদলুল আলম প্রমুখ।

এছাড়াও চরফ্যাসন উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক ও শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন