»সারা দেশ»শশীভূষনে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
শশীভূষনে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
জালালাবাদ বার্তা ডট কম ।
প্রকাশিতকাল:
নিজস্ব প্রতিনিধি:
ভোলার শশীভূষনে পুকুরের পানিতে ডুবে আনহা ইসলাম (২) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার (৩১আগষ্ট) বিকালে শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে নিজ বাড়ির পুকুরে পড়ে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের বাসিন্দা রাজমিস্ত্রি আব্দুল আলীর মেয়ে।
নিহতের বাবা জানান, মায়ের অগোচরে খেলার ছলে পুকুরে কাছে গেলে হঠাৎ পানিতে পড়ে যায় তার শিশু কন্যা আনহা।শিশু কন্যা আনহার মা তাকে দেখতে না পেয়ে পুকুর পাড়ে খুঁজতে যান। এসময় শিশু আনহাকে পুকুরের পানিতে ভাসতে দেখে চিৎকার দিলে স্বজনরা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এব্যাপারে শশীভূষণ থানা ওসি , মু এনামুল হক জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।