তজুমদ্দিনে বিএনপি’র আয়োজনে পথসভা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম সাকিব:

ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর, সোনাপুর, ও চাচঁড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে এই পথসভা অনুষ্ঠিত হয়।

তজুমদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সাবেক ৬ বারের সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্র কমিটির অন্যতম সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, আল্লাহ রহমত করেছে বলে ছাত্রদের আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে,, এই ১৬ বছরে বিএনপির নেতাকর্মীদের উপর বিভিন্নভাবে হামলা হয়েছে,, তাই আমরা আইনকে নিজের হাতে তুলে নেব না,, আইনের মাধ্যমেই তাদের সাজা দেওয়া হবে।

পথসভা শেষে তজুমদ্দিন উপজেলার ডাকবাংলাতে বিএনপি’র আহ্বায়ক কমিটি ও অন্য সংগঠনের নেতা কমিটির সাথে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব,ওমর আসাদ রিন্টু সহ তজুমদ্দিন উপজেলা বিএনপির নেতা কর্মীরা।

শেয়ার করুন