শ্রীমঙ্গলে স্বাস্থ্য কর্তৃপক্ষ ও ভূমি কর্তৃপক্ষের সাথে সনাকের সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা ভূমি অফিসের বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনার অভিযোগের এবং দুর্নীতি ও অনিয়মমুক্ত গ্রাহক সেবা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সনাক এর অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, শ্রীমঙ্গল এর আওতাধীন অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি – স্বাস্থ্য ও ভূমি) উপজেলা ভূমি অফিস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পর্যায়ক্রমে পৃৃথক দু’টি মতবিনিময় সভা আয়োজন করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ বিদ্যমান বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা চিত্র উপস্থাপন করেন সনাক সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য্য।
ভূমি খাতে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা, সেবারমানসহ বিভিন্ন সমস্যা, গ্রাহক সেবা ও সচেতনতা বিষয়ে কমিউনিটি মনিটরিং এ প্রাপ্ত তথ্য/সমস্যাদি উপস্থাপন করেন সচেতন নাগরিক কমিটি (সনাক)-শ্রীমঙ্গলের ভূমি বিষয়ক উপ-কমিটির আহবায়ক সৈয়দ নেসার আহমদ।
এসময় উল্লেখিত সমস্যাসমূহ সম্পর্কে অবহিত হয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী উত্থাপিত সমস্যসমূহ সমাধানের লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করার ব্যাপারে আশ্বাস প্রদান করেন।
উপজেলা ভূমি অফিসে স্থানীয় পর্যায়ে গঠিত প্রতিষ্ঠান ভিত্তিক অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি-ভূমি)’র সদস্যবৃন্দের মাধ্যমে উপজেলা ভূমি অফিসের বিদ্যমান সমস্যাসমূহ চিহ্নিত করে যথাযথ কর্তৃপক্ষের নজরে এনে সমাধানের লক্ষ্যে সহকারি কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসকে বিভিন্ন সমস্যাবলী অবহিত করা হয়।
এসময় তিনি কমিউনিটি মনিটরিং এ প্রাপ্ত তথ্য/সমস্যাদি উপস্থাপন অভিযোগগুলোর ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বস প্রদান করেন।
সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি শ্রীমঙ্গল এর এরিয়া কো-অর্ডিনেটর- মো: আবু বকর এর সঞ্চালনায়
সভায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, ডাক্তার বিশ্বজিৎ দাশ, সচেতন সনাকের সহ-সভাপতি গীতা গোস্বামী, ভূমি উপ কমিটির যুগ্ন আহবায়ক সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ, স্বাস্থ্য উপকমিটির যুগ্ন আহবায়ক নিতেশ সূত্রধরসহ উভয় অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) গ্রুপের আহবায়ক, যুগ্ন আহবায়ক সদস্য ও ইয়েস সদস্যবুন্দ, উপজেলা ভূমি অফিস ও স্বাস্থ্য কমপ্লেক্স এর বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

শেয়ার করুন