ডোমারে ঐতিহ্যবাহী হাঁস, বাঁশ, সাঁতার ও ডুব খেলা অনুষ্ঠিত

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে চিকনমাটি বসতপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাঁস, বাঁশ, সাঁতার ও ডুব খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ই সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টায় পৌর শহরের চিকনমাটি বসতপাড়া এলাকায় অনুষ্ঠিত ঐতিহ্যবাহী হাঁস, বাঁশ, সাঁতার ও ডুব খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আখতারুজ্জামান সুমন।

বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ নাজমুল আলম বিপিএএ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে ডোমার পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মিজানুর রহমান তুলু, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ দেলাওয়ার হোসেন, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ কাওছার আলম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর (৬, ৭ ও ৮নং ওয়ার্ড) মোছাঃ উম্মে কুলছুম, ব্যবসায়ী কাজী আব্দুস সালাম, বিপ্লব হোসেন, সালাম হোসেন, আব্দুল মালেক, রেজাউল ইসলাম, সুমন প্রামাণিক লাটিম প্রমুখ।

গ্রামবাংলার জনপ্রিয় এসব খেলা দেখতে দর্শকদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে। খেলোয়াড়দের প্রতিযোগিতার বিভিন্ন মূহুর্ত দারুণভাবে উপভোগ করেছেন দর্শকরা।

পরে, পুকুরের মাঝে হাঁস ছেড়ে দিয়ে সেই হাঁস ধরা, পানির উপরে স্থাপিত বাঁশ দিয়ে হেঁটে যাওয়া, সাঁতার ও ডুব খেলার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।

শেয়ার করুন