নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল সিন্দুরখাঁন ইউনিয়নে মাদক কারবারীদের বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে সিন্দুরখাঁন বাজারে এ মানববন্ধন আয়োজন করে সচেতন ছাত্র ও যুবসমাজ সিন্দুরখান ও আশিদ্রোণ ইউনিয়ন।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন সিন্দুরখাঁন ইউনিয়নের বাসিন্দা সংবাদকর্মী শেখ জসিম উদ্দিন ও আশিদ্রোণ ইউনিয়ন এর মো.শফিকুর রহমান। তারা মানববন্ধনে বক্তব্যে বলেন,সিন্দুরখাঁন ইউনিয়ন মাদকের আস্তানায় পরিনত হয়েছে। কিছুসংখ্যক জনপ্রতিনিধিদের প্রত্যক্ষ ও পরোক্ষ আশ্রয়-প্রশ্রয়ে মাদক কারবারিরা এতোটাই বেপরোয়া হয়েছেন তাদের বিরুদ্ধে কথা বললে হামলা ও মামলার হুমকি দেয় তারা। তারা প্রশাসনের নিকট দাবী করেন, মাদকের গডফাদার ও কুখ্যাত ডাকাত রাজন মিয়া ও জাফর আলীকে আইনের আওতায় নেয়ার।
এসময় মানববন্ধন চলাকালে জাফর আলীসহ তার আত্মীয় স্বজন হামলা চালানোর চেষ্টা করেন। পরে স্হানীয় বিজিবি ক্যাম্পের সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
এসময় জাফর আলী জানতে কোন অভিযোগের ভিত্তিতে তার নাম ব্যানারে দিয়ে মাদক কারবারি বানানোর চেষ্টা হচ্ছে? তিনি ও তার আত্মীয় স্বজন সাংবাদিকদের বলেন,শেখ জসিমের সাথে তাদের পূর্ব বিরোধ থেকে তিনি পরিকল্পিতভাবে সমাজে তাকে হেয় করতে এ মিথ্যা ও বানোয়াট অভিযোগ করেছেন। জাফর আলী আরও বলেন,তার বিরুদ্ধে কোন মাদক মামলা নেই অথচ তাকে মাদক কারবারি বানানো হচ্ছে। এ ব্যাপারে তিনি আইনের আশ্রয় নিবেন বলে জানান। পরে সিন্দুরখাঁন বাজারে বাঁধা পেয়ে ষাঁড়েরগজ বাজারে প্রতিবাদকারীরা মানববন্ধন করেন।
শ্রীমঙ্গলে মাদক কারবারীদের বিরুদ্ধে মানববন্ধনে হামলার চেষ্টা
শেয়ার করুন