মৌলভীবাজারে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনাসভা


নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারে র‌্যালী ও আলোচনা অনুষ্টানের মধ্যদিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৪।
রোববার (৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসন ও উপানুষ্টানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় জেলা প্রশাসনের প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। এ সময় তিনি বলেন, শিক্ষা উন্নততর সমাজ জীবনের উপযুক্ত মানুষ তৈরি করে শিক্ষা ব্যক্তিক কল্যাণ ও সমাজ কল্যাণের পথে গড়ে তুলবে নতুন ও আদর্শ সমাজব্যবস্থা কাজেই সমাজ পরিবর্তনে শিক্ষার গুরুত্ব অপরিহার্য। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহনাজ ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: আজমল হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: খোরশেদ আলম, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা অফিসের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) কিশলয় চক্রবর্তীসহ শিক্ষক-শিক্ষার্থী, ছাত্র ছাত্রী, এনজিও প্রতিনিধিসহ অন্যান্যরা।

 

শেয়ার করুন