ছাত‌কে সেনাবাহিনীর উদ্যোগে প্রেষণামূলক ক্লাস অনু‌ষ্টিত

সুদীপ দাশ, নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জের ছাত‌কে সেনাবাহিনীর উদ্যোগে প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রী নিয়ে একটি প্রেষণামূলক ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

৮ সে‌প্টেম্বর (রবিবার) ছাতকের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজে ছাত্র-ছাত্রীদের সেনাবাহিনীতে ভর্তির জন্য উদ্বুদ্ধকরণ এবং দালাল চক্রের মাধ্যমে অর্থের বিনিময়ে লোক ভর্তি রোধকল্পে এই ক্লাস  অনু‌ষ্টিত হ‌য়।

ক্লাস পরিচালনা করেন ছাতক সেনা ইউনিটের অধিনায়ক মোঃ আল-জাবির আসিফ, পিএসসি, ক্যাম্প কমান্ডার এবং ক্যাপ্টেন আরাফ মুহাম্মদ মুস্তাকিন। এসময় উপস্থিত ছিলেন কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক কৃপাসিন্ধু দাশ, অর্থনীতি বিভাগের অধ্যাপক শফিকুল আলম মতি,ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক রফিকুল ইসলাম সহ বিভিন্ন বিভাগের অধ্যাপক, অধ্যাপিকা ও  সেনাবাহিনীর বিভিন্ন পদের সদস্যরা ।

এসময়, সেনাবাহিনীতে ভর্তির যোগ্যতা, নির্বাচন পদ্ধতি, ভর্তির ক্ষেত্রে স্বচ্ছতা বিষয়ে এবং সেনাবাহিনীতে সৈনিক জীবনের আকর্ষনীয় ও বৈচিত্র্যময় নানাবিধ সুযোগ-সুবিধা সর্ম্পকে বিস্তারিত আলোচনা করা হয়। একই স‌ঙ্গে দালাল চক্রের প্রতারণার মাধ্যমে অর্থের বিনিময়ে যাতে কেউ ভর্তি না হয়,সেই বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়।

প্রেষণামূলক ক্লাসে সমাপনী বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: মহিউদ্দিন।

শেয়ার করুন