চরফ্যাসনে গণঅধিকার পরিষদ ট্রাক প্রতীক বরাদ্দ পাওয়ায় আনন্দ মিছিল

চরফ্যাসন(ভোলা)প্রতিনিধি:

জনতার অধিকার, আমাদের অঙ্গীকার” “আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার এই স্লোগানে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর-এর গণঅধিকার পরিষদ রাজনৈতিক দল হিসেবে ট্রাক প্রতীক বরাদ্দ পাওয়ায় ভোলার চরফ্যাসনে আনন্দ মিছিল হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকালে চরফ্যাসন থানা রোডে অবস্থিত গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গণঅধিকার পরিষদের কার্যালয়ে এসে শেষ হয়। এসময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কয়েক শত নেতাকর্মী আনন্দ মিছিলে অংশ গ্রহণ করেন। গণঅধিকার পরিষদের আয়োজিত আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক এম,টি,আই (মাসুদ) চৌধুরী, সদস্য সচিব সোহেল সিকদার, যুগ্ম সদস্য সচিব মোঃ সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক শফিউল্লাহ শফি। এছাড়াও আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

শেয়ার করুন