বিক্রমপুর চাঁদের হাটের ৫০ বছর পূর্তি উৎসব পালিত

মোঃ জিয়াউর রহমান:

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সিরাজদিখান ইছাপুরা মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিক্রমপুর চাঁদের হাটের ৫০ বছর পূর্তি উপলক্ষে শিশু চিত্রাঙ্কন, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহম্মেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহাম্মদ জমির হোসেন, বিশিষ্ট গবেষক ড. মোঃ সাইদুল ইসলাম খান, বিশিষ্ট শিক্ষক নেতা জাহাঙ্গীর হোসেন খান বিক্রমপুর কলেজের প্রাক্তন অধ্যক্ষ সামছুল হক হাওলাদার কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান। বিক্রমপুর চাঁদের হাটের সভাপতি এমদাদুল হক পলাশের সভাপতিত্বে এবং বিক্রমপুর চাঁদের হাটের সাহিত্য সম্পাদক ও ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আব্দুস ছামাদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি আব্দুস সাত্তার হাওলাদার, বিজ্ঞান ও সাংস্কৃতিক সম্পাদক পরিতোষ চন্দ্র দাস, সাহানা আফরোজ, মুন্সীগঞ্জ চাঁদের হাটের সভাপতি মোঃ মাহবুব আলম লিটন, সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ রাজ মল্লিকসহ চাঁদের হাটের বিভিন্ন উপজেলার নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ৷ এবং চাঁদ মনিরা। অনুষ্ঠানের শেষের দিকে ঐতিহ্যবাহী শিশু, কিশোর ও যুবকল্যান সংগঠন চাঁদের হাটের চাঁদমনিদের হাতে বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন