মোঃ শান্ত খান, ঢাকা জেলা প্রতিনিধি:
আশুলিয়া থানার সামনে গত ৫ আগস্ট লাশ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ত আরাফাত হোসেন গ্রেপ্তার করেছে র্যাব-৩। আরাফাত ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের তদন্ত কর্মকর্তা।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর আফতাবনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাভারের আশুলিয়ায় ভ্যানে গুলিবিদ্ধ লাশের স্তূপ করার একটি লোমহর্ষক ভিডিও ভাইরাল হয় নেট দুনিয়ায়। এরপর গাড়িতে সেই লাশ পুড়িয়ে দেওয়ার তথ্য মেলে।
ভাইরাল হওয়া সেই ভিডিও থেকেই মাথায় হেলমেট পরিহিত পুলিশ সদস্য ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের আরাফাত হোসেনকে শনাক্ত করা হয়।