পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:-
রংপুরের পীরগঞ্জে রামনাথপুর ইউনিয়নে খেজমতপুর (গনিরহাট) বিশ্ব রোডের উপরে কচুরহাট। তীব্র যানজট, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, নিত্যদিনের ঘটনা। বেশ কয়েকবার এলাকাবাসী প্রতিবাদ করলেও প্রভাবশালী ও ক্ষমতার দাপটে উক্ত স্থানেই হাট চালিয়ে আসছে।