»সারা দেশ»ছাতকে ইউপি চেয়ারম্যান সুফি আলমের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
ছাতকে ইউপি চেয়ারম্যান সুফি আলমের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
জালালাবাদ বার্তা ডট কম ।
প্রকাশিতকাল:
নিজস্ব প্রতিবেদক:
ছাতকে সীমান্তবর্তী এলাকায় ইজারা বহির্ভুত স্থানে অবৈধ পন্থায় জোরপূর্বক ড্রেজার ও বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদ করায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান এড. সুফি আলম সুহেলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে শহরের ট্রাফিক পয়েন্টে অধিকার আদায়ের আন্দোলন জাগ্রত ছাতকবাসীর ব্যানারে অনুষ্ঠিত এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ব্যবসায়ী, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি সহ সর্বস্থরের মানুষ অংশগ্রহন করে।
ইসলামপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-২ মো: ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং যুবনেতা নাজমুল হাসান জুয়েলের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামপুর ইউনিয়নের আওতাভুক্ত ফসলী জমি, জীববৈচিত্র, বন বিভাগের সরকারী ভুমি ও প্রস্তাবিত ইকোনোমিক জোনের ভুমি ধ্বংস করে ইজারা বহির্ভু‚ত স্থানে জোরপূর্বক নিষিদ্ধ ড্রেজার ও বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদ ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান এড. সুফি আলম সুহেলের উপর কোম্পানীগঞ্জের আমবাড়ী এলাকার বাসিন্দা ভুমিখেকো সুজন মিয়ার নেতৃত্বে হামলা করা হয়।
বক্তারা আরো বলেন, অবৈধ বোমা মেশিন দিয়ে এবং ইজারা বহির্ভুত স্থানে বালু উত্তোলন বন্ধের দাবীতে গত ৮ জুলাই উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য ও প্যানেল চেয়ারম্যান সাজ্জাদুর রহমান ছাতক সেনাবাহিনী ক্যাম্পে সুজন মিয়া সহ কয়েক জনের বিরুদ্ধে একটি অভিযোগ দেয়া হয়।
কোম্পানীগঞ্জ উপজেলার নিজগাঁও ও শেরপুর মৌাজার বালু মহাল লিজ গ্রহনের নামে সুজন মিয়া গংরা প্রভাব বিস্তার করে ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইসলামপুর মৌাজা, বাহাদুরপুর মৌাজা, রাজেন্দ্রপুর মৌজা ও ছৈদাবাদ মৌজার মধ্যবর্তী চলিতার ঢালা নামক স্থান থেকে অবৈধ ড্রেজার মেশিন ব্যবহার করে রাতের আধারে বালু ও মাটি উত্তোলন কার্যক্রম চালিয়ে আসছে।
অভিযোগের প্রেক্ষিতে লিজের অন্তর্ভুক্ত স্থান থেকে এবং দিনের বেলায় বালু উত্তোলনের জন্য ইজারাদারদের নির্দেশনা দেন সেনাবাহিনী। কিন্তু সেনাবাহিনীর নির্দেশনা উপেক্ষা করে একই কায়দায় লিজ ভহির্ভুত স্থান থেকে দিবা-রাত্রী সমভাবে বালু ও মাটি উত্তোলন করছে তারা। বৃহস্পতিবার তাদের এ অপকর্মে বাধা দিতে গিয়ে হামলার শিকার হন ইউপি চেয়ারম্যান এড. সুফি আলম সুহেল। শনিবারের মধ্যে অবৈধ বালু উত্তোলন কর্মকান্ড বন্ধ না করা হলে রোববার থেকে জাগ্রত ছাতকবাসীর ব্যানারে কঠোর আন্দোলন কর্মসূচী দেয়া হবে বলে ঘোষনা করেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার আবু ইউসুফ ইব্রাহীম,ছাতক বালু উত্তোলন ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস ছাত্তার,সাবেক অর্থ সম্পাদক সামছু মিয়া,এহসানুল মাহবুব জুবায়ের, দেলোয়ার হোসেন, সুরুজ্জামান,ইউপি সদস্য বাহার মিয়া,আলী হোসেন, সিরাজুল ইসলাম প্রমুখ।##