সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার রাতে তাকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদাবর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান সাংবাদিকদের জানিয়েছেন, ফরহাদ হোসেনকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে র্যাব গ্রেপ্তার করেছে।
আদাবর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া সাংবাদিকদের জানিয়েছেন, ফরহাদ হোসেনকে গ্রেপ্তারের পর র্যাব থানায় হস্তান্তর করেছে।
একটি সূত্র জানিয়েছে, গত পাঁচ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।