বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের জামিন মঞ্জুর

সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ চেষ্টার মামলায় অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের জামিন মঞ্জুর করেছেন সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

তবে দেশের অন্যান্য স্থানে আরও মামলা থাকায় এখনই তার মুক্তি মিলছে না।

আজ মঙ্গলবার সকালে সেনা সদস্য ও পুলিশের কড়া নিরাপত্তায় বিচারপতি মানিককে আদালতে আনা হয়। গত ২৩ আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্থানীয় লোকজনের সহায়তায়, বিজিবি বিচারপতি মানিককে আটক করে।

রিপোর্ট : জালালাবাদ বার্তা সংবাদ / এস.ডি

 

শেয়ার করুন