শাহরিয়ার কবির, সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু ৭ দিনের রিমান্ডে

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুই হত্যা মামলায় অভিযুক্ত একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মন্ডলির সভাপতি শাহরিয়ার কবির, সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে ৭ দিনের রিমান্ডে দিয়েছে আদালত।

আজ মঙ্গলবার সকালে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন করলে শুনানি শেষে ৭ দিনের রিমান্ড দেয় আদালত।

একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু এবং জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে ময়মনসিংহ সীমান্ত এলাকা থেকে এবং শাহরিয়ার কবিরকে গতকাল সোমবার বনানীতে তার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

রিপোর্ট : জালালাবাদ বার্তা সংবাদ / এস.ডি

শেয়ার করুন