পীরগঞ্জের চতরা হাটের জমি উদ্ধারে ইজারাদারের অভিযোগ

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগঞ্জে চতরা হাটের সরকারি জমি ভূমিদস্যুদের অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদের হাট ইজারাদার হাবিবুর রহমান হাবিব বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ দাঁয়ের করেছেন |

অভিযোগ জানা যায় উক্ত হাটটি সরকারি বিধি মোতাবেক ১৪৩১ সনের জন্য এক বছরের জন্য টেন্ডার আহ্বান করলে অভিযোগকারি যথারিতি দরপত্র ক্রয় করে সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হয়ে পরবর্তীতে দরপত্র হলে ভ্যাট ট্যাক্স সহ ৯৩ ,৭৩ , ooo ( তিরানব্বই লক্ষ তিয়াওর হাজার ) সমুদয় টাকা এক যোগে বুঝিয়ে দেই। সরোজমিনে চতরা হাটে মোট জমির পরিমান ৯ .৮০ একর , বর্তমানে দেখা যায় উক্ত জমির মধ্যে ২ .৮০ একর জমি খালি আছে , বাকী জমি চতরা হাটের কিছু ভূমিদস্যুরা অবৈধ ভাবে দখল করে বিভিন্ন ধরনের স্থাপনাসহ তিনতলা ভবন নির্মান করিয়া বসবাস ও ব্যবসা বানিজ্য করিয়া আসিতেছে | এই স্বল্প পরিমান জায়গায় হাট পরিচালনা করতে কষ্ট হওয়ার ও স্থান সংকুলান না হওয়ার কারনে স্থানীয় কলেজ মাঠ ও রাস্তার উপর হাট বসিয়ে হাট পরিচালনা করিয়া আসছি | উক্ত বেদখল করা জমি ভূমিদস্যুদের হাত থেকে উদ্ধার করার জন্য সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়েছে। অবৈধ ভূমি দস্যুদের স্থাপনা উচ্ছেদ করার জন্য সচিব স্থানীয় সরকার , পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ঢাকা , বিভাগীয় কমিশনার রংপুর বিভাগ রংপুর , জেলা প্রশাসক রংপুর , পরিচালক স্থানীয় সরকার রংপুর বিভাগ , সহকারি কমিশনার ( ভূমি ) পীরগঞ্জ রংপুর , সেনা ক্যাম্প পীরগঞ্জ রংপুর , অফিসার ইনচার্জ পীরগঞ্জ থানা রংপুর , চেয়ারম্যান চতরা ইউপি পরিষদ ও সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তার দপ্তরে অভিযোগ দায়ের হয়েছে | অনতিবিলম্বে চতরা হাটের ৯ .৮০ একর জমি ভূমিদস্যুদের হাত থেকে উদ্ধার এবং তাদের স্থাপনা গুঁড়িয়ে দিয়ে সরকারি জমি উদ্ধারের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন হাট ইজারাদার ও এলাকাবাসি |

শেয়ার করুন