সাভারে বৈষম্য-বিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ শান্ত খান, ঢাকা জেলা প্রতিনিধি:

সাভারের কোটা সংস্কারের দাবিতে দেশের বৈষম্য-বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সকল শহীদদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা ৫ টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে আশুলিয়া পানধোয়া বাজারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পানধোয়া বাজার এলাকার বিএনপি’ ও ছাত্রদলের নেতাকর্মীদের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জাবি ছাত্রদলের সাবেক সহ সভাপতি নবীনুর রহমান নবীনতিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে ছাত্রদের পাশাপাশি আমাদের দলীয় অনেক ভাই শহীদ হয়েছেন। ছাত্রজনতার আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদেরকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনায় আল্লাহ্‌র কাছে হাত তুলে দোয়া করছি।

তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় আমরা আল্লাহ্‌র কাছে দোয়া করছি। ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে দেশনায়ক তারেক রহমান দীর্ঘদিন দেশের বাইরে রয়েছেন। আমরা আশাবাদী অতিশীঘ্রই তিনি দেশে ফিরবেন এবং তার বিচক্ষণ দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব প্রদানের মাধ্যমে তরুণ সমাজকে নিয়ে একটি বৈষম্যহীন আদর্শ বাংলাদেশ গড়ার রূপকার হবেন।

তিনি আরো বলেন, বৈষম্যহীন যে রাষ্ট্রের স্বপ্নে তারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন সেই লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অঙ্গীকারবদ্ধ। বর্তমানে আওয়ামী লীগের দোসররা সারা বাংলাদেশে বিভাজন সৃষ্টি করার জন্য সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের বিভ্রান্তিমূলক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে।

যা আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে হুমকিস্বরূপ। এইসব বিভ্রান্তিমূলক প্রচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সার্বিক জনসাধারণকে এই বিষয়ে সতর্ক থাকার আহবান জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা ছাত্রদলের নেতা জুয়েল, ছাত্রদলের নেতা মোঃ মেহেদী হোসেন সহ ইউনিয়নের সকল ওয়ার্ডের নেতাকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন