»সারা দেশ»রাঙামাটির পরিস্থিতি স্বাভাবিক থাকায় ১৪৪ ধারা প্রত্যাহার
রাঙামাটির পরিস্থিতি স্বাভাবিক থাকায় ১৪৪ ধারা প্রত্যাহার
জালালাবাদ বার্তা ডট কম ।
প্রকাশিতকাল:
জালালাবাদ ডেস্ক:
রাঙ্গামাটি জেলার পরিস্থিতি স্বাভাবিক থাকায় আজ রোববার বেলা ১১টায় রাঙ্গামাটি শহরে ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
জেলা প্রশাসক জানান, বর্তমানে রাঙ্গামাটির সার্বিক পরিস্থিতি স্বাভাবিক এবং প্রশাসনের নিয়ন্ত্রণে থাকার কারনে জেলা প্রশাসনের পক্ষ থেকে জারিকৃত ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।
বেলা সাড়ে ১১টায় অনাকাঙ্খিত ঘটনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা, প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন। এ সময় সেনাবাহিনী, পুলিশসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সুপার এসএম ফরহাদ হোসেন বাসসকে জানান, গত ২০ তারিখে রাঙ্গামাটিতে সহিংসতার ঘটনায় দু’টি মামলা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে সহিংসতায় জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
সংঘর্ষের পর গত শুক্রবার রাত থেকেই সেনাবাহিনী, পুলিশ, বিজিবির অতিরিক্ত টহলদল শহরের গুরুত্বপুর্ণ পয়েন্টে টহল দিচ্ছে। অপরদিকে আজ বিকেলে প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সম্প্রীতি সভার আয়োজন করা হয়েছে।