চা বাগানের মালিক ও শ্রমিকদের নিরাপত্তায় পাশে আছে পুলিশ


নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের বিভিন্ন চা বাগান মালিক ও শ্রমিতদের নিরাপত্তায় সবসময় পাশে থাকবে পুলিশ।
রোববার (২২ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে জেলার বিভিন্ন চা বাগানের ব্যবস্থাপকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন, পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম- সেবা।
এসময় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার আরও বলেন, পুলিশের কাজ হচ্ছে জনগণের জান-মালের নিরাপত্তা দেয়া। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে জনকল্যাণে কাজ করা। পুলিশ চা বাগানের মালিক ও শ্রমিকদের নিরাপত্তায় সবসময়ই পাশে থাকবে। এছাড়া বাগানে মদ, জুয়া এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে পুলিশ সুপার আলোচনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন প্রমুখ।

শেয়ার করুন