গোমস্তাপুর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

উওম কুমার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। (মঙ্গলবার) ২৪শে সেপ্টেম্বর সকাল সাড়ে দশটায় গোমস্তাপুর  উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) নিশাত আনজুম অনন্যা। এ সময় উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ,আবুল কাশেম মোহাম্মদ মাসুম ,বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান , শহিদুল ইসলাম, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামান উদ্দিন মন্ডল, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্যামল ,গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব গোলাম কিবরিয়া , উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কাউসার আলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প,প কর্মকর্তা ডা: আব্দুল হামিদ, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার , উপজেলা (বিএমডিএ) বরেন্দ্র ইঞ্জিনিয়ার আহসান হাবীব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন