»সারা দেশ»মেঘনার তীর থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
মেঘনার তীর থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
জালালাবাদ বার্তা ডট কম ।
প্রকাশিতকাল:
চরফ্যাসন(ভোলা)প্রতিনিধি:
ভোলার চরফ্যাসনে বেতুয়া প্রশান্তি পার্ক সংলগ্ন মেঘনা নদীর তীর থেকে জিও ব্যাগের সাথে আটকে থাকা অবস্থায় এক অজ্ঞাত পরিচয়ের তরুনীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৫ সেপ্টেম্বর বুধবার দুপুরের মরদেহটি উদ্ধার করা হয়। তবে মরদেহটি নাম পরিচয় সনাক্ত করতে পারেনি চরফ্যাসন থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয়দের সুত্রে জানাযায়, অনুমান ২১ বছর বয়সী মেরুন রংয়ের সেলোয়ার কামিজ পরিহিত ওই তরুনীর মরদেহ জোয়ারে ভেসে এসে বেতুয়া প্রশান্তি পার্ক সংলগ্ন মেঘনার তীর রক্ষা বাধের জিও ব্যাগের সাথে আটকে যায়। সকালের জোয়ারের যেকোন সময় মরদেহটি ভেসে আসছে বলে ধারনা করা হচ্ছে। দুপরে স্থানীয় পর্যটক ও ব্যাবসায়ীরা মেঘানার তীরের জিও ব্যাগের সাথে আটকে থাকা মরদেহটি দেখে থানা পুলিশেকে খবর দেন। পরে থানা পুলিশ ওই মরদেহটি উদ্ধার করেন।
চরফ্যাসন থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে মেঘনার তীর থেকে ওই তরুনীর মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে তার নাম পরিচয় জানা যায়নি।দেশের বিভিন্ন থানায় ওই তরুনীর ছবি পাঠানো হয়েছে। তবে তার নাম পরিচয় জানা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ভোলা মর্গে পাঠানো হয়েছে।