শ্রীমঙ্গলের সাবেক মেয়রের বাসায় হামলার ঘটনায় ৩৪ জনের নামে মামলা
তারা নির্বাচন প্রচার-প্রচারণা চলাকালীন সময়ে মহসিন মিয়ার সমর্থককে বিভিন্নভাবে ভয় ভীতি ও হত্যার হুমকি প্রদান করিয়াছিল। এছাড়াও আসামীগণ শতাধিক মোটর সাইকেলযোগে মহসিন মিয়ার বাসার গেইটের সামনে আসিয়া রাস্তা ব্যারিকেড দিয়া বাসা ঘেরাও করিয়া উশৃঙ্খল আচরণসহ বিভিন্ন ধরণের স্লোগান দিয়া গালাগালি করেছে এবং স্বাক্ষীর বাসার ভিতরে ককটেল বিস্ফোরণ ঘটাইয়া ও এলোপাথারি ঢিল ছুড়িয়া এক অরাজকতা সৃষ্টিপূর্বক ত্রাসের রাজত্ব কায়েম করিয়া এলাকায় এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে।
শেয়ার করুন