নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলার সরকারি, বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনের সাথে মতবিনিময় করেছেন মৌলভীবাজার জেলার নবাগত জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে মহসিন অডিটোরিয়ামে অনুষ্টিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মত বিনিময় করেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব এর সভাপতিত্বে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন, শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, উপজেলা বিএনপির সভাপতি নুর আলম সিদ্দিকী, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সভাপতি হাজী মো. কামাল হোসেন, বিশিষ্ট চিকিৎসক ডা. সত্যকাম চক্রবর্তী, শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুদু মিয়া, উপজেলা জামাতে ইসলামের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কামরুল, সাংবাদিক ইসমাইল মাহমুদ, বিকুল চক্রবর্তী, আব্দুস শুকুর, এহসান বিন মুজাহির প্রমুখ।
এছাড়া মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) মো. সালাউদ্দিন বিশ্বাস, বিএনপি নেতা আতিকুর রহমান জরিপ, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য মশিউর রহমান রিপন, হেলেনা চৌধুরী সহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভায় অবৈধ বালু উত্তোলন, বিভিন্ন রিসোর্টে অনৈতিক কার্যকলাপ, শহরের যানজট নিরসন, দুর্গাপূজা চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পর্যটন শিল্পের সমৃদ্ধি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বক্তারা।।
শ্রীমঙ্গলে সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
শেয়ার করুন