শ্রীমঙ্গলে এনআরবি ব্যাংক পিএলসি উপশাখার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এনআরবি ব্যাংক পিএলসির একটি উপশাখা উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় এনআরবি ব্যাংক পিএলসির শ্রীমঙ্গল উপশাখার ইনচার্জ অভি নন্দন ধর চৌধুরী সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের হেড অফ ব্রাঞ্চের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রশান্ত কুমার সিনহা। এনআরবি ব্যাংক পিএলসি’র সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আবু জাফরের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আলী আকবর ফরাজী, হেড অফ রিটেইল ব্যাংকিং ডিভিশন ওলি আহাদ চৌধুরী, লাল দিঘীরপার শাখা হেড অফ ব্রাঞ্চের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পিযুষ কুমার সরকার, ব্যাংক অফিসার্স এসোসিয়েশন মৌলভীবাজারের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও এনআরবি ব্যাংক হেড অফ ব্রাঞ্চের ফাস্ট এসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সাজ্জাদুর রহমান (পিন্টু)। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি এএসএম ইয়াহিয়া, সাধারণ বীমা কর্পোরেশনের উপ ব্যবস্থাপক মধুসূদন নাথ, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জিএম এবিএম মিজানুর রহমান প্রমুখ । এসময় শ্রীমঙ্গলের ব্যবসায়ীবৃন্দ, ব্যাংকের সকল কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন