নিজস্ব প্রতিবেদক:
ভীবাজার: আসন্ন শারদীয় দূর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে পুজা উদযাপন পরিষদ ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশ প্রশাসনের মতবিনিময় অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব।
মৃনাল কান্তি দাশের সঞ্চালনায় সভায় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা প্রকৌশলী মো. ইউছুপ হোসেন খাঁন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সুনীল বৈদ্য শচী, সম্পাদক শ্রীপদ দেব, পৌর শাখার সভাপতি সুমন রায়, সম্পাদক বিশ্বনাথ দাশ চৌধুরী ছোটন প্রমুখ। এছাড়াও উপজেলার ৯টি ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি- সম্পাদকসহ সনাতনী ভক্তবৃন্দসহ সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশ প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় শারদীয় দুর্গোৎসব যাতে সুন্দর সুশৃংখল হয় সে ব্যাপারে আলোচনা হয়।