নবীগঞ্জে বৃদ্ধ মন মিয়া হত্যা মামলার ২২ আসামি কারাগারে

স্বপন রবি দাস, হবিগঞ্জ জেলা প্রতিনিধি:

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মো: মন মিয়া হত্যা মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে ২২ জন আসামি কারাগারে৷

গতকাল বৃহস্পতিবার(২৩সেপ্টেম্বর) সকাল ৯ ঘটিকার সময় ২২ জন আসামি হবিগঞ্জে চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালত ৫ হাজিরা দিতে গেলে আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠায়।

হবিগঞ্জে চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালত ৫ রায় ঘোষণা করেন মো: সিফাত উল্লা।

বৃদ্ধ মো: মন মিয়া হত্যা মামলার আসামীরা হলেন- জানুর মিয়া(৭০), সজিব (২৮), লায়েস মিয়া (৩৫), মুস্তাকিম (২৭), দিলকাছ মিয়া (৩০), মুতিউর রহমান(২৯), জামিল হক (৩০), সাইদুল হক (৪০),এলখাছ উদ্দিন (৪৫),আশরাফুল(২৫), ফয়জুল ইসলাম ওরফে পবলু(৩১), আজিজুল (৪০), আলমগীর(৪০), আকাশ(৩৪), ডালিম(৩০),
দিলিপ(৫০), তোফায়েল আহমদ ওরফে সাব্বির(৩০), দুলাল মিয়া(৪৮), রয়ান মিয়া (৪৫), নূর রহমান (৫৬), আঃ শহিদ (৫০), আনু(৪৯)।

২০২৪ সালের ৬সেপ্টেম্বর বুধবার সকাল ১১ ঘটিকার সময় নবীগঞ্জ থানাধীন বান্দের বাজার ইনাতগঞ্জ রোডস্থ মোস্তফাপুর মাদ্রাসার সামনে রাস্তা পাশে এই ঘটনা ঘটে।
পূর্বের শত্রুতা জের ধরে ও দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি নিয়ে পিকলের আঘাতে মো: মন মিয়ার মৃত্যু হয়।

ঘটনার তিন দিন পর ২০২৪ সালের ৯সেপ্টেম্বর শুক্রবার বৃদ্ধ মো: মন মিয়া হত্যা ঘটনায় নিহতের ছেলে মো: সুমন মিয়া (টুনু) বাদী হয়ে ৫৫ জনকে আসামি করে নবীগঞ্জ থানায় একটি মামলা করে।

পুলিশ সূত্রে জানা যায় যে, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মাসুক আলীর দিকনির্দেশনা ও ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এস আই অনিক এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো: মন মিয়া হত্যা মামলার প্রধান ২আসামীকে সিলেট থেকে গ্রেফতার করা হয়েছে।

এজাহারে নামীয় ৫৫ জন আসামির মধ্যে ২৩জন আসামি জামিন পেয়েছেন। হত্যা মামলার প্রধান ২আসামীকে সিলেট থেকে গ্রেফতার করা হয়েছিল। গতকাল ২২জন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। আর বাকি ৮জন আসামি পলাতক রয়েছেন

শেয়ার করুন