মাধবপুরে ৬০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

স্বপন রবি দাশ, হবিগঞ্জ জেলা প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই নারীকে আটক করেছে মাধবপুর থানা পুলিশ।

শনিবার (২৮সেপ্টেম্বর) সকালে মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মনতলা-মাধবপুর রোডে চেকপোস্ট বসায়। এ সময় তল্লাশি চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করা হয়েছে।

আটককৃতরা দুই নারী হলেন- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার স্ত্রী সারা বানু (৪০) ও বিষ্ণুপুর ইউনিয়নের ছত্তরপুর গ্রামের জুহুর আলীর স্ত্রী হেলেনা আক্তার (৪০)।

এ সময় মাদক পরিবহনের কাজে ব্যাবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বিকেলে তাদেরকে হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন