মোঃ ফারজুল ইসলাম
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:-
রংপুরের পীরগঞ্জ উপজেলার ১৫ টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে মোট ৯৭ টি মন্দিরে প্রতিমা তৈরীর কাজ চলছে।
বাংলাদেশ পূজা উদযাপন কমিটির পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি শ্রী সুধীর চন্দ্র রায় ও পৌরসভার সভাপতি সুনীল চন্দ্র পাল এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আসছে আগামী ৯ অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হয়ে ১৩ অক্টোবর রাত ৮ ঘটিকার মধ্যেই দুর্গা মাকে বিসর্জন দেয়ার সিদ্ধান্ত হয়।
দেশের চলমান প্রেক্ষাপটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখে সেনাবাহিনী ও পুলিশের ব্যাপক টহলদারি ছাড়াও প্রতিটি মন্দিরে ৬ জন আনসার সার্বক্ষণিক মন্দিরের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত থাকবেন এবং মন্দির কমিটির নিজস্ব অর্থায়নে সিসি ক্যামেরা স্থাপন জেনারেটরের ব্যবস্থা পরিদর্শন খাতা এবং প্রতিটি মন্দিরে ১০ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, স্থানীয় গণমাধ্যম কর্মীরা সার্বক্ষণিক নজরদারি করবেন।