স্বপন রবি দাস, হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন দিলিপ দেবনাথ।
শনিবার (২৯সেপ্টেম্বর) সকালে শায়েস্তাগঞ্জ থানায় যোগদান করেছেন। থানায় কর্মরত সকল পুলিশ সদস্য তাকে ফুল দিয়ে বরন করেন।
এর পূর্বে তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার অপারেশন ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। চাকরি জীবনে তিনি প্রথম ওসি হিসেবে শায়েস্তাগঞ্জ থানায় যোগদান করেছেন।
শনিবার থানায় যোগদান করে শায়েস্তাগঞ্জের আইন শৃংখলা পরিস্থিতি সুষ্ঠু রাখতে শায়েস্তাগঞ্জের সকল শ্রেণী পেশার লোকজনের সহযোগিতা চেয়েছেন ওসি দিলিপ দেবনাথ।
এ লক্ষ্যে গতকাল সন্ধ্যায় তিনি থানায় কর্মরত সকল পুলিশ সদস্যদের নিয়ে তার অফিস কক্ষে মতবিনিময় করেছেন। দিলিপ দেবনাথ শায়েস্তাগঞ্জ উপজেলার সকলের কাছে সহযোগীতা ও আশির্বাদ কামনা করছেন।