তজুমদ্দিনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম সাকিব:

ভোলার তজুমদ্দিনে শারদীয় দুর্গাপূজা উদযাপন  উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দু দে টিটুর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার রাফায়েত হোসেন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সরকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান, তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ আনোয়ারুল হক, কোর্ড গার্ডের সিসি কমান্ডার নজরুল ইসলাম, তজুমদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, তজুমদ্দিন প্রেস ক্লাবের আহবায়ক ফখরে আজম পলাশ, জামায়েত আমিন সহ উপজেলার ১৫ টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

এ সময় বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিতের জন্য সর্বদা সহযোগিতা করবেন বলে জানান।

শেয়ার করুন