»সারা দেশ»ঠাকুরগাঁওয়ে যুবদলের প্রয়াত নেতৃবৃন্দের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে যুবদলের প্রয়াত নেতৃবৃন্দের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত
জালালাবাদ বার্তা ডট কম ।
প্রকাশিতকাল:
মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
৯০’র গণঅভ্যুত্থানের ছাতনেতা ও ক্রীড়া সংগঠক এবং জেলা যুবদলের প্রয়াত নেতা আলিমুজ্জামান শান্ত, আমিনুল ইসলাম, জাহাঙ্গীর সওদাগর লাভলু’র মৃতুবার্ষিকী এবং প্রয়াত যুবদলের সকল নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। রবিবার রাতে বিএনপি জেলা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে আলোচনায় অংশ নেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: পয়গাম আলী, জেলা যুবদলের সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবু নূর, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, যুবদল নেতা আবু হানিফ মুক্তা, জাহিদুল ইসলাম জাহিদসহ জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও বিএনপির বিভিন্ন সহযোগি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তাগণ ৯০’র গণঅভ্যুত্থানের ছাতনেতা ও ক্রীড়া সংগঠক এবং জেলা যুবদলের প্রয়াত নেতা আলিমুজ্জামান শান্ত, আমিনুল ইসলাম, জাহাঙ্গীর সওদাগর লাভলু’র জীবনীর উপরে আলোচনা করেন। শেষে উল্লেখিত নেতৃবৃন্দ ছাড়াও যুবদলের প্রয়াত সকল নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।