মুন্সীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

জন জীবন, মুন্সিগঞ্জ:

মুন্সীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের স্মারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তায় বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদ, মুন্সীগঞ্জ জেলার আয়োজনে এ স্মারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে এবং সহকারী শিক্ষকদের ১০ গ্রেডে বেতনের দাবীতে উক্ত মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষকনেতারা।

মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চিতলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মাদ, মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম সাইফুল্লাহ ভূইয়া, যোগিনীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক, বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সামছুল ইসলাম সিকদার, দেওভোগ ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলশান আরা সেফালী, চিরকিশোরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তার, নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহারা আক্তার, ইদ্রাকপুর ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহিদ সুলতানা, পূর্বরাখি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ দিদার হোসেন, মুন্সীগঞ্জ সদর উপজেলার দুই অংশের সভাপতি মোঃ জাকির হোসেন, মোঃ আজহার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আলী মর্তুজা, তানজীর আহমেদ, টংগীবাড়ী উপজেলার সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আসলাম, শ্রীনগর উপজেলা সভাপতি হুমায়ন কবির, সাধারণ সম্পাদক, লৌহজং উপজেলা সভাপতি আওলাদ, গজারিয়া উপজেলা সভাপতি মনসুর আলম টিটু, সাধারণ সম্পাদক
সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন উপজেলার প্রায় অর্ধ সহস্রাধিক প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।

শেয়ার করুন