শ্রীমঙ্গলে ওয়ারেন্ট ভুক্ত ২ আসামি গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্ত ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে শ্রীমঙ্গল থানার এসআই মিয়া নাসির উদ্দিন আহম্মদ ও এএসআই মোহাম্মদ আনোয়ার হোসেন অভিযান চালিয়ে শ্রীমঙ্গল থানার জিআর ২৬২/২৩ (সদর) ও জিআর নং-২২৬/২৩ (শ্রীঃ) এর ওয়ারেন্টভুক্ত আসামি উপজেলার যতরপুর গ্রামের ইয়াবর মিয়ার ছেলে সাকুর মিয়া (২৬) ও শহরতলীর দক্ষিণ ভাড়াউড়া গ্রামের বাদল কুমার সরকারের ছেলে সুজন কুমার সরকারকে গ্রেপ্তার করেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত ২ আসামিকে সোমবার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন