শ্রীমঙ্গলে রিসোর্ট থেকে সাবেক অতিরিক্ত সচিব সালাউদ্দিন আহমেদ এর মরদেহ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্র্ট থেকে শিল্প ও বানিজ্য মন্ত্রনালয়ের সাবেক (অবঃ) সচিব সালাউদ্দিন আহমেদ (৬০) এর মরদেহ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

বৃহস্পতিবার সকালে বালিসিরা রিসোর্টের একটি কক্ষে থাকা সাবেক সচিব সালাউদ্দিন আহমেদ এর মরদেহ উদ্ধার করে পুলিশ।

রিসোর্ট সুত্রে জানা যায়, গতকাল বুধবার বালিশিরা রিসোর্টের ২য়তলার ৫ নং কক্ষটি বোকিং নেন সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় রিসোর্টেও স্টাফরা তার রুমে গিয়ে ডাকা-ডাকি করলে ভিতর থেকে কোন সারা না পেয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে পুলিশ এসে সালাউদ্দিন আহমেদ এর মরদেহ উদ্ধার করে। সালাউদ্দিন আহমেদ সাবেক অতিরিক্ত সচিব (অবঃ)। তিনি ঢাকা দক্ষিণখান এর মৃত হাবিজ উদ্দিনের ছেলে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, সকালে আমরা তথ্য পেয়ে রিসোর্টে গিয়ে মরদেহ উদ্ধার করি। গতকাল রাত ১০টার পর থেকে আজ সকাল সাড়ে ৮টার মধ্যে যেকোনো সময় তিনি মারা যান।

শেয়ার করুন