»রাজনীতি»আওয়ামীলীগ দেশের মানুষের অধিকার হরন করেছে: নাজিম উদ্দিন আলম
আওয়ামীলীগ দেশের মানুষের অধিকার হরন করেছে: নাজিম উদ্দিন আলম
জালালাবাদ বার্তা ডট কম ।
প্রকাশিতকাল:
চরফ্যাসন(ভোলা)প্রতিনিধি:
ভোলা-৪ আসনের তিনবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য সাবেক ডাকসুর জিএস নাজিম উদ্দিন আলম বলেছেন, শেখ হাসিনা সরকার বিনা ভোটে নির্বাচিত সরকার। এ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে তারা দেশের মানুষের অধিকার হরন করেছে। পাশাপাশি বাকরুদ্ধ করে রেখেছে দেশের মানুষকে। দেশের উন্নয়নের নামে লুটপাটের রাজত্ব কায়েম করেছে।
১১ অক্টোবর শুক্রবার উপজেলা বিএনপির আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারে দাবীতে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরোও বলেন, আওয়ামী লীগ সরকার দেশে গণতন্ত্রকে হত্যা করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে দেশের জণগনের সাথে প্রতারনা করেছে। দেশের মাটিতেই তাদের বিচার হয়েছে।
তিনি আরোও বলেন, গত বিএনপি সরকারের সময় আমি যখন এমপি ছিলাম তখন চরফ্যাসনে কোন নৈরাজ্য হয়নি। চরফ্যাসনের উন্নয়নের পাশাপাশি চরফ্যাসনে শান্তিসৃঙ্খলা বজায় রেখে চরফ্যাসনের শান্তি প্রিয় মানুষের কল্যানে কাজ করেছি।আর আওয়ামী লীগ সরকার সরকার গঠনের পরপরই দেশে নৈরাজ্য সৃষ্টি করে সাধারন মানুষের ওপর শোষন করেছে। আর মিথ্যা মামলা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ হাজার হাজার নেতাকর্মীকে করাগারে বন্ধি করে রেখেছেন।
এর আগে তার আগমন উপলক্ষে উৎসুক নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিলে মুখরিত করে তোলে চরফ্যাসন সদর। চরফ্যাসন উপজেলার পৌর সভাসহ ২১ ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মী সমর্থদের স্লোগানে মেতে উঠেছে সভাস্থল।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মেয়র আ.ন .ম আমিরুল ইসলাম মিন্টি, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক সাহাদাৎ হোসেন মীর সায়েদ,উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দীপু ফারাজী প্রমুখ।
এছাড়াও উপজেলার ২১ ইউনিয়ন থেকে আগত বিএনপির অংঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।