»প্রচ্ছদ»বরিশাল বোর্ডে এইচএসসির পাশের হার বেড়ে ৮১.৮৫ শতাংশ
বরিশাল বোর্ডে এইচএসসির পাশের হার বেড়ে ৮১.৮৫ শতাংশ
জালালাবাদ বার্তা ডট কম ।
প্রকাশিতকাল:
নিজস্ব সংবাদদাতা :
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় বরিশাল বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৮৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে চার হাজার ১৬৭ জন শিক্ষার্থী।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুন কুমার গাইন।
পরিসংখ্যানে দেখা যায়, এ বছর পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর সংখ্যা ৬৬ হাজার ৮৭ জন। উত্তীর্ণ শিক্ষার্থী সংখ্যা ৫৪ হাজার ৮৯ জন। অংশগ্রগণ করা ৩১ হাজার ৯৯৩ জন ছাত্রের মধ্যে পাস করেছে ২৪ হাজার ৩৬৭ জন। অন্যদিকে ৩৪ হাজার ৯৪ জন ছাত্রীর মধ্যে পাস করেছে ২৯ হাজার ৭২২ জন।
বরিশাল বিভাগে পাসের হারে অন্যান্য জেলার তুলনায় এগিয়ে রয়েছে ঝালকাঠি। প্রতিবারের ন্যায় এবছরও এই শিক্ষা বোর্ডে ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা পাস ও জিপিএ’র হারে এগিয়ে রয়েছে। গত বছর বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৮০ দশমিক ৬৫ শতাংশ। এছাড়াও এবার জিপিএ-৫ বেড়েছে ১৭৪টি। ২১টি প্রতিষ্ঠানে পাসের হার রয়েছে শতভাগ।