নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পুজা মন্ডর পরিদর্শন করেছেন পিএফজি’র নেতৃবৃন্দ। শনিবার সন্ধায় পিস ফ্যাসিলিটিটর গ্রæপ (পিএফজি) শ্রীমঙ্গলের সমন্বয়কারী সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ ও সাবেক জেলা পরিষদের সদস্য হেলেনা চৌধূরী এর নেতৃত্বে শহরের কালিবাড়ী, রামকৃষ্ণ মিশন, দুর্গা বাড়ী, সবুজ বাগ, দেববাড়ীসহ বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন। এসময় রামকৃষ্ণ মিশনের অজয় দেব জানান, দূর্গোৎসব খুবই শান্তিপুর্ণ ভাবে পালিত হচ্ছে। কোথাও কোন সমস্যা হচ্ছে না।
এ সময় রামকৃষ্ণ মিশনে পরিদর্শনে আসেন মৌলভীবাজার পুলিশ সুপার এম, কে, এইচ জাহাঙ্গীর হোসেন।
এসময় আমাদের সংগঠনের নেতৃৃন্দকে নিয়ে ওই মন্ডপ পরিদর্শনে গেলে পুলিশ সুপার এর সাথে দেখা হয়। এ সময় পুলিশ সুপার কে আমাদের পিএফজি’র কার্যক্রম নিয়ে উনাকে সংক্ষিপ্ত ব্রিফিং করলে তিনি
তা শুনে খুবই কুশী হন এবং আমাদের কে অভিনন্দন জানান। তিনি আরো বলেন, সংঘাত সৃষ্ট্রিকারী, শান্তি ও সম্প্রীতি নষ্টকারী দূবৃর্ত্তের বিরোদ্ধে আমাদের সবার চোখ কান খোলা রাখতে হবে। তাদেরকে কোন অবস্থায় সুযোগ দেওয়া যাবেনা।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পিস এ্যাম্বসেডর কাজী আছমা আক্তার, সদস্য রিনা মজুমদার, নূর মোহাম্মদ সাগর, খাইরুন নাহার লিপি, দেবব্রত দত্ত হাবুল, মো: জুয়েল আহমদ, ইয়ূথ পিস এ্যাম্বাসেডট গ্রæপের সহ সমন্বয়কারী চৌধূরী সিরাজম মুনিরা ও মো: তোফায়েল আহমদ প্রমুখ।