ছাতকের সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল কাদির গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

ছাতকের সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল কাদির তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। কাদির ছাতক ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামের মরহুম আব্দুল মালিকের পুত্র।

বৃহস্পতিবার বিকেলে সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশ তাকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে। পরে তাকে ছাতক থানায় হস্তান্তর করা হয়। স্থানীয় সুত্রে জানা গেছে, তিনি বিদেশে চলে যাওয়ার পথে পুলিশের হাতে আটক হয়েছেন।

ছাতক থানার অফিসার ইনচার্জ মো.গোলাম কিবরিয়া হাসান, গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ছাত্রলীগ নেতা আব্দুল কাদির তালুকদারকে সুনামগঞ্জ সদর থানায় দায়েরকৃত একটি মামলায় গ্রেফতার করা হয়েছে।

রিপোর্ট : জালালাবাদ বার্তা / এস.ডি

শেয়ার করুন