পীরগঞ্জে মাহিন্দ্রা ট্র্যাক্ট উন্নিতর মেলা ও ফ্রী মেগা সার্ভিসিং ক্যাম্প অনুষ্টিত

মোঃ ফারজুল ইসলাম, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

প্রযুক্তির সাথে উন্নতির পথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের পীরগঞ্জে তরফমৌজা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে (১৯ অক্টোবর ) শনিবার বেলা ১১ টায় রাংকন মাহিন্দ্রা ট্র্যাক্ট পীরগঞ্জ মাহিন্দ্রা ট্র্যাক্ট-এর বিস্তৃতি পরিসর লক্ষে অক্টোবর মাস জুড়ে মাহিন্দ্রা মেগা অফার মাহিন্দ্রা উন্নিতর মেলা ও ফ্রী মেগা সার্ভিসিং ক্যাম্প অনুষ্টিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিওও- মোনায়েম শাহরিয়ার, জেনারেল ম্যানেজার মাহফুজুর রহমান, কাস্টমার সার্ভিস ম্যানেজার (মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা)-আবু আল ইমরান, ডেপুটি সার্ভিস ম্যানেজার কাজী ইমরান, মার্কেটিং এক্সিকিউটিভ তানজিল হোসেন, রিজিওনাল ম্যানেজার-খালিদ সাইফুল্লাহ, রিকভারি জেনারেল ইনচার্জবিজয় কৃষ্ণ কর্মকার, লজিস্টিক এক্সিকিউটিভ-মো: সোহেল রানা, রিসেল ম্যানেজার মো: হাফিজুর রহমান।

পুরো অনুষ্ঠানে সার্বিক দায়িত্ব ছিলেন সিনিয়র সেলস এক্সিকিউটিভ-চিনময় সরকার এবং সার্ভিস ইঞ্জিনিয়ার মো: জাকারিয়া ইবনে কবীর।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুধীজন, উপজেলার মহিন্দ্র ও মাহিন্দ্রা ট্র্যাক্টের মালিকগন, ভ্রাইভারগণ, শ্রমিকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফ্রী মেগা হেলথ চেক-আপসহ খেলাধুলার আয়োজন করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে খেলাধুলা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।

ফ্রি ক্যাম্পে ট্রাক্টরের পার্টসের উপর ১০% এবং মোবিলের উপর ৫% ডিসকাউন্ট প্রদান করা হয়। দিনব্যাপী সার্ভিস ক্যাম্পেইনে ১৫টি মাহিন্দ্রা ডেলিভারি এবং ২৫ টি মাহিন্দ্রা ট্রাক্টর বুকিং হয়।

শেয়ার করুন