ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে পুলিশের চায়না রাইফেলের ৭ রাউন্ড, শর্টগানের ৯ রাউন্ড এবং গ্যাসগানের ১ রাউন্ড গুলি উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।
সোমবার রাত ৮ টার দিকে সাভার মডেল থানাধীন দক্ষিন পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত ওই গুলি উদ্ধার করে থানা পুলিশের একটি দল।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, সোমবার রাতে সাভার মডেল থানাধীন দক্ষিন পাড়া এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে দক্ষিন পাড়া চেয়ারম্যানের সেরেস্তা অফিসের পিছনের আঙ্গিনায় পরিত্যক্ত অবস্থায় আবর্জনার স্তুপে চায়না রাইফেলের ৭ রাউন্ড, শর্টগানের ৯ রাউন্ড এবং গ্যাসগানের ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এদিকে অন্তবর্তী কালীন সরকারের পক্ষ থেকে স্থগিত করা লাইসেন্সের অধীনে থানায় জমা না হওয়া আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ ছাড়াও পুলিশসহ বিভিন্ন বাহিনী ও সংস্থার লুট হওয়া অস্ত্রসহ সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধারে গত ৪ সেপ্টেম্বর থেকে যৌথ অভিযান শুরু হয়েছে। এ ক্ষেত্রে পুলিশকে তথ্য দিয়ে সহায়তার অনুরোধও জানিয়েছে ঢাকা জেলা পুলিশ।
এর আগে কারও কাছে অবৈধ অস্ত্র থাকলে সেগুলো ৩ সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল পুলিশ সদর দপ্তর। সময় শেষ হওয়ার পর ৪ সেপ্টেম্বর রাত ১২টা থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী।