সাভার পৌরসভার মেয়র প্রার্থী ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক মোঃ খোরশেদ আলম বলেন, জনগন পাশে থাকলে কোন ষড়যন্ত্রই আমাকে রুখতে পারবে না। আর যারা জনগনকে ভয় পায় তারাই ষড়যন্ত্র ও অপ-প্রচারের মাধ্যমে আমাকে থামাতে চেয়েছিল। তাদের এই অপচেষ্টার প্রতিবাদে জনগনের যে ক্ষোভ দেখেছি তাতেই বুঝতে পারছি জনগণ আমাকে অনেক ভালোবাসে।
গতকাল রাতে পৌর ১নং ওয়ার্ডের জামশিং জয়পাড়া এলাকাবাসীর সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। মতবিনিময় সভায় উপস্থিত মুরুব্বিয়ানরা বলেন, মোঃ খোরশেদ আলম যেমন স্বচ্ছ ভাবমূর্তির অধিকারী, তেমনিভাবে তার পিতাও সমাজের একজন গ্রহণযোগ্য ব্যবসায়ী ও রাজনীতিবিদ ছিলেন।
তিনি বলেন, বিগত ১৫ বছর আমার এই বাড়িতে থাকতে পারি নাই । বাবা, মা, চাচা, তিন টা চাচাত বড় ভাই মারা গেছে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার আমাকে কারো জানাযা দিতে দেয় নাই। প্রথমে বাবা মারা গেল আমারে এ বাড়িতে দোয়ার ব্যবস্থা করলে ৫ হাজার মানুষ আয়োজনে করলে স্বৈরাচার আওয়ামীলীগের সন্ত্রাস বাহিনী ও পুলিশ খাবার টেবিল থেকে মানুষগুলোকে ধরে নিয়ে গেছে। বহু মানুষকে লাঠি পিঠা করেছে ও ২৯ জন মানুষকে ধরে নিয়ে গেছে এগুলো ছিল আমার দাওয়াতী মানুষ এগুলা কেউ বিএনপি নেতা ছিল না।
কিন্তু একটি মহল মোঃ খোরশেদ আলমের সমাজে হেয় প্রতিপন্ন করতে মিথ্যা অপ-প্রচারের আশ্রয় নিয়েছে। তারা আরও বলেন, সাভার পৌরবাসী বোকা নয়। তারা সকলেই সচেতন । কে কেমন লোক তা সবাই জানে। যারাই এ ধরনের অপ-প্রচারে লিপ্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন,বিএনপির পৌরসভা ও থানার বিভিন্ন নেতাকর্মীরা প্রমুখ।