ডোমারে ফ্রি মেডিকেল ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে ‘ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ব্লাড ব্যাংক’-এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন এবং বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪শে অক্টোবর) সকাল ১০টা থেকে শহরের ডাকবাংলো মাঠে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন এবং বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচির আয়োজন করে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ব্লাড ব্যাংক। যার সার্বিক সহযোগিতা করে ডোমার পৌর বিএনপি সহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসক হিসেবে নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ সোহান চৌধুরী, মেডিসিন ও বাত-ব্যথা রোগ বিশেষজ্ঞ ডাঃ এমএ সুজন, ডায়াবেটিস ও শ্বাসকষ্ট রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ সালাউদ্দিন ভুঁইয়া এবং গাইনী ও আল্ট্রাসনো বিশেষজ্ঞ ডাঃ দৃষ্টি সাহা।

ক্যাম্পেইন চলাকালে উপস্থিত ছিলেন, ডোমার পৌর বিএনপির সভাপতি মোঃ আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর আলী, বিএনপি নেতা তমিজ উদ্দিন সরকার, পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ মেরাজুল হক, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মামুনুর রশীদ বসুনিয়া সজীব, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ রাহিমুজ্জামান রুপক, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ সামিউল আরেফীন হৃদয় প্রমুখ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন