মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে ‘ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ব্লাড ব্যাংক’-এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন এবং বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪শে অক্টোবর) সকাল ১০টা থেকে শহরের ডাকবাংলো মাঠে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন এবং বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচির আয়োজন করে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ব্লাড ব্যাংক। যার সার্বিক সহযোগিতা করে ডোমার পৌর বিএনপি সহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসক হিসেবে নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ সোহান চৌধুরী, মেডিসিন ও বাত-ব্যথা রোগ বিশেষজ্ঞ ডাঃ এমএ সুজন, ডায়াবেটিস ও শ্বাসকষ্ট রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ সালাউদ্দিন ভুঁইয়া এবং গাইনী ও আল্ট্রাসনো বিশেষজ্ঞ ডাঃ দৃষ্টি সাহা।