»সারা দেশ»মুন্সীগঞ্জে টাস্কফোর্সের অভিযান পরিচালিত
মুন্সীগঞ্জে টাস্কফোর্সের অভিযান পরিচালিত
জালালাবাদ বার্তা ডট কম ।
প্রকাশিতকাল:
জন জীবন, মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ শহরের প্রধান কাঁচা বাজারে মুন্সীগঞ্জ জেলার দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্সের কর্মকর্তারা এক অভিযান পরিচালনা করেন। শুক্রবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত শহর কাঁচা বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় মুদি দোকান, ডিম, সবজি, মাছ ও গোশতের দোকান গুলোতে তদারকি করা হয়। এসময় গোশতের দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় মো: কবির কে এক হাজার টাকা জরিমানা করা হয়। এরপর পৃথক পৃথকভাবে একই ঘটনায় দোকানে ক্রয় রশিদ সংরক্ষণ না করায় মো: মহসিন শেখ কে এক হাজার টাকা ও গিয়াস উদ্দিন কে পাঁচশত টাকা জরিমানা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: হামিদুল ইসলাম।
এছাড়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও টাস্কফোর্সের সদস্য সচিব আসিফ আল আজাদ মূল্য তালিকা প্রদর্শন না করায় সুমন গোস্ত ঘর কে এক হাজার টাকা জরিমানা ও খান খাসির গোস্ত ঘর কে এক হাজার টাকা জরিমানা এবং দেওয়ান সবজি ঘরকে পাঁচশত টাকা জরিমানা করেন। শুক্রবার টাস্কফোর্সের নেতৃত্ব প্রদান করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: হামিদুল ইসলাম।
এ সময় অভিযানে উপস্থিত ছিলেন সদস্য সচিব জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ, কৃষি বিপণন কর্মকর্তা এ বি এম মিজানুল হক, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শহীদুল ইসলাম, শিক্ষার্থী প্রতিনিধি ফাহিম হাসান, মাহমুদা আফরিন রজনী ও আজিম আহমেদ।