»সারা দেশ»মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সাথে মহিউদ্দিনের মতবিনিময়
মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সাথে মহিউদ্দিনের মতবিনিময়
জালালাবাদ বার্তা ডট কম ।
প্রকাশিতকাল:
জন জীবন, মুন্সীগঞ্জ প্রতিনিধি:
আজ শনিবার সকাল ১০.০০টায় মুন্সীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কার্যালয়ে মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সাথে মুন্সীগঞ্জ জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক ও মুন্সীগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ মহিউদ্দিনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান ফকির, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এএসএম আতাউর রহমান মল্লিক, জেলা যুবদলের আহবায়ক দেওয়ান মজিবুর রহমান, সদস্য সচিব মাসুদ রানা, মুন্সীগঞ্জ সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ বাবুল হোসেনসহ বিভিন্নস্তরের নের্তৃবৃন্দ।
এ সময় সাংবাদিকের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের আহবায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব মোঃ রাসেল ফরাজী, সদস্য মোঃ গোলাম আশরাফ খান উজ্জ্বল, মোঃ জিয়াউর রহমান, মোঃ রাজমল্লিক, মোঃ আল আমিন প্রমূখ। এ সময় সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
৪ আগস্ট মুন্সীগঞ্জে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় নিহত ও আহতদের মামলা নিয়ে অনিয়ম ও অর্থনৈতিক লেনদেনের বিষয়ে মোঃ জিয়াউর রহমানের করা এক প্রশ্নের উত্তরে জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক মোঃ মহিউদ্দিন আহমেদ বলেন -“গোয়ালের দই গোয়াল ভালোই বলবে, তবুও বলি আপনি একাধিক মানুষের কাছে নিরপেক্ষভাবে তদন্ত করে দেখেন আমি এ ধরনের কোনো অনিয়মের সাথে জড়িত নই। আপনাদের মতো আমিও শুনি, তবে কেউ না কেউ হয়ত অনিয়ম করছে।”
তিনি আরো বলেন বিগত ১৮ বছরে আমাদের নেতাকর্মীরা নিষ্ঠুর জুলুম নির্যাতনের শিকার হয়েছে, আমি চাইনা আমাদের দ্বারা কেউ জুলুম নির্যাতনের শিকার হউক তবে প্রশাসনের হাতকে শক্তিশালী করুন, নির্যাতনকারীদের বিচার প্রশাসন করবে।